কানাডা ভিসার নামে কোটি টাকার প্রতারণা

নীলফামারীর কিশোরগঞ্জে কানাডার ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে সাতজনের কাছ থেকে ৮২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম শেখ আরাফাত হোসেন লাভলু মিয়া (২৫)। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, লাভলু মিয়া ও তার সহযোগীরা ফেসবুক আইডি ‘Arafat Tours & Travels’ ও বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের কানাডায় চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখান। এরপর ভুয়া জব অফার লেটার, ওয়ার্ক পারমিট ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিকাশের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা আদায় করেন তারা।
ভুক্তভোগীদের মধ্যে একজন মোহাম্মদ ফরহাদ সরকার (৪২)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাতকাহনিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনি নিজে ছাড়াও আরও ছয়জন এই প্রতারণার শিকার হয়েছেন।
অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জে অভিযানে নামে ডিবি। অভিযানে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শয়নঘরের তোশকের নিচ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় কিশোরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা আইনে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
শরিফুল ইসলাম/এএমকে