৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ইমরান (১৫)। সে ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, প্রতিদিনের মতো বিকেলে ইমরান তার ৪ বছরের ভাগ্নির সঙ্গে খেলতে যায়। এ সময় ফাঁকা ঘরে পেয়ে ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি কান্না করে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনি রানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার্ড করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করেছি।
তামিম রায়হান/আরকে