‘সত্য প্রকাশ করলে সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে হুমকি দেওয়া হচ্ছে’

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের দাবিতে মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি শেষে চার দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।
স্মারকলিপিতে সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এছাড়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হুমকি ও হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্য প্রকাশের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।
সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সত্য প্রকাশ করলে অনেক সময় স্থানীয়ভাবে সাংবাদিকদের সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে সামাজিক মাধ্যমে ট্রল ও হুমকি দেওয়া হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে প্রশাসনকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
মোহাম্মদ শাহজাহান/এমএএস