সাভারে আবাসিক হোটেল থেকে আটক ২২

অসামাজিক কার্যকলাপের অভিযোগ সাভারে ডুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে ডুবাই গেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিক ভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগ ৯ নারীসহ ২২ জনকে থানা নিয়ে আসা হয়েছে। তবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী থাকতে পারে। সে কারণে যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/আরকে