ফরিদপুরে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই এটি আশপাশের মুদি, ঔষধ, চা, বীজ, কাপড় ও জুতার দোকানসহ অন্তত ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন,আগুন কীভাবে ধরেছে তা জানিনা। তবে ফায়ার সার্ভিসের দল খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম বলেন, খবর পাওয়ার পর আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম বলেন, বাজারের আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বাঁচানো যায়নি। দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু সেখানে ব্যবসায়ীক পণ্য ছিল এতে ক্ষতির পরিমাণও অনেক হবে।
মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।
জহির হোসেন/এমটিআই