ফের সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃত্বে আকরামুজ্জামান-ফরহাদ

সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) প্রেস ক্লাব যশোরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগের কমিটিতেও সভাপতি হিসেবে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
এদিকে বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন এসএম ফরহাদ। তিনি পেয়েছেন ৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট এবং একমাত্র কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
নির্বাচন শেষে এ দিন বিকেল ৩টায় ভোট গণনা শুরু হয়। শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল ফলাফল ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ।
নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল শতভাগ। মোট ৬৫ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে আটটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রেজওয়ান বাপ্পী/আরএআর