রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দোকান থেকে কেনা রসমালাই খেয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের অভিযোগ, সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে আনে তাদের পরিবারের সদস্য নাসিম । এরপর সবাই মিলে তা খাওয়ার পরপরই পরিবারের সদস্যরা বমি, মাথা ঘোরা ও পেটব্যথাসহ নানা উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
অসুস্থ ব্যক্তিরা হলেন- মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) ও তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) এবং শিশু ইয়ানা (৫)।
আরও পড়ুন
ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ বলেন, আমার ভাই নাসিম বাজার থেকে রসমালাই কিনে বাসায় আনে। খাওয়ার কিছুক্ষণ পরই ছোট বাচ্চাসহ বাড়ির সবাই অসুস্থ হয়ে যায়। এখন সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানতাম না। প্রতিদিন ৩০-৪০ কেজি রসমালাই বিক্রি হয়। তবুও আমি খোঁজ নিচ্ছি এবং অসুস্থদের বাড়িতে গিয়ে বিষয়টি দেখব।
মাজহারুল করিম অভি/এআরবি