খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭)। এ ছাড়া ঘটনায় জড়িত আরও দুইজন সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনো পলাতক রয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী স্থানীয় এক অনুষ্ঠানে যায়। এ সময় চারজন স্থানীয় যুবক কথা বলবে বলে কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
আরও পড়ুন
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে এলাকাবাসী বুধবার দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, আটক দুইজনকে থানায় আনা হয়েছে এবং কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোহাম্মদ শাহজাহান/এআরবি