মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধুকে ছুরিকাঘাত!

বাড়ি থেকে ডেকে নিয়ে হোটেলে একসঙ্গে খাওয়া-দাওয়ার পর মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে আলবাব খান (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে তারই এক বন্ধু।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর সড়কে এ ঘটনা ঘটে।
আহত আলবাব মেহেরপুর শহরের শেখপাড়ার আলিফ খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন
আহত আলবাব খান বলেন, বুধবার দুপুরে আমার বন্ধু ক্যাশবপাড়ার সাদিক, মুখার্জিপাড়ার রাতুল ও রোহান আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আমরা শহরের একটি হোটেলে খাওয়া-দাওয়া করি। পরে মোটরসাইকেলে করে গোভীপুরের উদ্দেশে যাওয়ার সময় গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল চলন্ত অবস্থায় সাদিক হঠাৎ ড্যাগার (এক ধরনের ছুরি) দিয়ে আমার হাত ও বুকে কোপ দিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক জানান, আলবাবের শরীরে অর্ধশতাধিক সেলাই পড়েছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, তারা একে অপরের বন্ধু। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকালে আমরা জানতে পারি, সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে সাদিক ও রাজুসহ কয়েকজন আটক হন। তাদের ধারণা, আলবাব খান সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে তাদের বিরুদ্ধে তথ্য দিয়েছিলেন। এ কারণে আলবাবকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেন তারা।
তরিকুল ইসলাম/এসএসএইচ