খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর সড়ক অবরোধ

পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাবলিক মাঠের দক্ষিণ পাশে বাউফল-বগা-বরিশাল মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধে অংশগ্রহণকারীরা বলেন, মাঠ নিয়ে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। এলাকাবাসীর কষ্ট হয় এমন কিছু করা যাবে না। আমরা খেলার মাঠ বন্ধ চাই না। এই মাঠ আমাদের অধিকার। ছোটবেলা থেকে আমরা এখানে খেলাধুলা করেছি, এখনকার শিশুরাও এই মাঠেই বড় হচ্ছে। যদি মেলার নামে মাঠ দখল হয়ে যায়, তাহলে আমাদের সন্তানরা কোথায় খেলবে?
জানা গেছে, কিছু দিনের মধ্যেই পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও আসন্ন। মেলার কারণে এসব পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শব্দদূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাছাড়া মাঠের আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদরাসা ও বিদ্যালয় থাকায় তারা মেলাকে সম্পূর্ণ অযৌক্তিক দাবি করেছেন।
অবরোধে অংশ নেওয়া ফয়সাল বলেন, সামনে বিএ ফাইনাল ইয়ার পরীক্ষা, আমাদের বাচ্চাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষা। এখন যদি মেলা হয়, তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষও ভোগান্তিতে পড়বে।
আরও পড়ুন
আরেক অংশগ্রহণকারী রুমান সিকদার বলেন, মাঠের অবস্থা এমনিতেই ভালো নয়। অনেক কষ্টে মেরামত করে আমরা খেলি। মাঠের মাঝখানে একটি পুকুর খনন করা হয়েছে। এজন্য আমাদের খেলাধুলায় অনেক সমস্যা হচ্ছে।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মেলার স্থাপনাগুলো সরিয়ে মাঠটিকে খেলার উপযোগী করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, এই মেলার কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া কিছু হলে বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা সরকারি মেলা ছাড়া অন্য কোনো মেলার অনুমতি দিচ্ছি না।
আরিফুল ইসলাম সাগর/এআরবি