১১ বছর পর দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় সাংবাদিক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম সরকার দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলায় শাহ আলম সরকার সাজু এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে শাহ আলম সরকারকে আদালতে পাঠানো হবে।
রিপন আকন্দ/এআরবি