নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় নানাকে হত্যা

যশোরের ঝিকরগাছায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহত মো. মহিউদ্দিন উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে নিহত মহিউদ্দিনের নাতনির সঙ্গে যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের বিবাহ বিচ্ছেদ হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে তবিবরসহ আরও ৫-৬ জন যশোর থেকে নীলকণ্ঠনগর গ্রামে এসে মহিউদ্দিনের নাতনিকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় মহিউদ্দিনসহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে। এতে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আকরামের ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এসে তবিবরসহ অন্যদের গণপিটুনি দিলে যশোর সদর উপজেলার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) এবং পালবাড়ির শাহাজাহানের ছেলে মোহন (৩০) আহত হন। আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে মহিউদ্দিন, আমিনুর রহমান এবং তাজুমা বেগমের শারীরিক অবস্থা খারাপ হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে অবস্থার অবনতি হলে মহিউদ্দিনকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।
রেজওয়ান বাপ্পী/আরএআর