নবগঙ্গা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
আরিয়ান ও তাসনীমের চাচা জুয়েল জানান, দুপুরে তার ছেলেসহ সবাই নদীতে গোসল করতে যায়। সবার সাথে তার ছেলেও নদীতে নামে। নদীতে ডুব দিলে আরিয়ান ও তাসনীম আর উঠে আসে না। পরে তার ছেলে আয়ান বাড়িতে গিয়ে সবাইকে খবর দেয়। তখন বাড়ির সবাই নদীতে নেমে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশু বাড়িতে ফিরে স্বজনদের জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর