ড্রেজারের পানিতে তলিয়ে আছে বিদ্যালয়ের মাঠ, চলছে মাছ চাষ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে ড্রেজারের পানিতে তলিয়ে আছে। এলাকায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের পর অতিরিক্ত পানি ওই মাঠে ফেলা হয়। দীর্ঘদিন সেই পানি অপসারণ না হওয়ায় মাঠটি এখন জলাশয়ে পরিণত হয়েছে।
বর্তমানে সেই জলাশয়ে মাছ চাষ করা হচ্ছে। এর আগে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাঠে মাছ চাষ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠ পানিতে ডুবে আছে। দেখে বোঝার উপায় নেই, এটি বিদ্যালয়ের মাঠ।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে ড্রেজারের মাধ্যমে আশপাশের ফসলি জমি বালু দিয়ে ভরাট করার সময় অবশিষ্ট পানি বিদ্যালয়ের মাঠে ফেলা হয়। এর ফলে মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বিদ্যালয়ের মাঠটি মাছ চাষের জন্য প্রধান শিক্ষক লিজ দিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন মাঠের পানি নিষ্কাশনের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। বরং সম্প্রতি মাঠে মাছ চাষ শুরু হয়েছে এবং নিয়মিত সেখানে মাছের খাবার দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঠ শুকানোর কথা বলা হলেও এখন সেখানে মাছ চাষ চলছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও শরীরচর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিভাবক আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, ব্যক্তিগত পুকুর নয়। মাঠ শুকিয়ে শিক্ষার্থীদের খেলার সুযোগ ফিরিয়ে দিতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, শ্যালো মেশিন দিয়ে মাঠের পানি সেচের কাজ শুরু হয়েছে। মাছ চাষের জন্য মাঠ লিজ দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এটা মিথ্যা কথা, আমি কাউকে লিজ দিইনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাম্প দিয়ে পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।
ব. ম. শামীম/এআরবি