প্রবাসীর ঘরের তালা কেটে ২৬ ভরি স্বর্ণালংকার লুট

ফেনীর দাগনভূঞায় এক প্রবাসীর ঘরের মূল গেটের তালা কেটে দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ২৬ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫৫ লাখ ১২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
শনিবার (১ নভেম্বর) রাতে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ববি আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দাগনভূঞা থানায় একটি মামলা করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির কাতার প্রবাসী নাসির উদ্দীনের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ববি আক্তার বলেন, আমি বেশিরভাগ সময় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকি। তাদের নিয়ে গত কয়েক দিন পার্শ্ববর্তী জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ এলাকায় বাবার বাড়িতে ছিলাম। ঘটনার দিন ঘরে কেউই ছিল না, তালাবদ্ধ ছিল। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখি ঘরের মূল গেটের তালা ও দরজা ভাঙা। চক্রের সদস্যরা ঘরের ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এ ছাড়া, ১ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের একটি আংটি ও দুটি নাক ফুল, নগদ ১২ হাজার টাকাসহ মোট ৫৫ লাখ ১২ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চক্রটি।
অন্যদিকে, সাম্প্রতিক দাগনভূঞা উপজেলার সিলোনিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, মাতুভূঞা এলাকায় র্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের বেকের বাজার এজেন্ট ব্যাংকিং শাখার ৮ লাখ টাকা লুট ও একাধিক স্থানে গরু চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে দাগনভূঞা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় চুরির মামলা করেছে। যেহেতু ঘটনার সময় ঘর তালাবদ্ধ ছিল, তাই এটি ডাকাতির কোনো ঘটনা নয়। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তারেক চৌধুরী/এএমকে