রংপুরে চালু হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম

পঞ্চম বিভাগীয় কার্যালয় হিসেবে রংপুর অঞ্চলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গুপ্তপাড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, এবং স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
সভায় আলোচকরা বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে ১৮৬১ সালে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের প্রথম যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকায় এর প্রধান কার্যালয় স্থাপিত হয়। বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ১৯৮৩ সালে ঢাকায়, রাজশাহীতে, খুলনায় এবং চট্টগ্রামে আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।
চার দশকেরও বেশি সময় পর পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম শুরু হলো। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫৪৩টি, যার মধ্যে রংপুর অঞ্চলের সংরক্ষিত পুরাকীর্তি ৫৯টি। এছাড়া এ অঞ্চলে দুটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে।
রংপুর অঞ্চলের পুরাকীর্তির রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষণ, জরিপ-অনুসন্ধান ও উৎখননের মাধ্যমে বিভাগীয় কার্যক্রম পরিচালনার ফলে এই অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম আরও দ্রুত ও সক্রিয় হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এআরবি