ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষায় প্রক্সি দিতে আসা মেহেদী হাসান হৃদয় (২৫) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও একদিনের কারাদণ্ড দিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।
গ্রেপ্তার মেহেদী হাসান হৃদয় ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর দক্ষিণপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর রাজস্ব প্রশাসন ও এর আওতাধীন উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহের ২০তম গ্রেডের অফিস সহায়কের ২০টি ও নিরাপত্তা প্রহরীর ২টি সর্বমোট ২২টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য গত ৭ নভেম্বর রাজবাড়ীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ১০০ জন ও নিরাপত্তা প্রহরী পদে ৪ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণদের মধ্যে অফিস সহায়ক পদে ৫০ জনের ৯ নভেম্বর সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা চলাকালীন প্রক্সি দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় ওই ভুয়া পরীক্ষার্থীকে মোবাইল কোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকার অর্থদণ্ড অনাদায়ে ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষা নেওয়ার সময় ১ জন পরীক্ষার্থীকে আমাদের সন্দেহ হলে আমরা তার কাগজপত্র যাচাই-বাছাই করি। পরে যাচাই-বাছাইয়ে দেখা যায় সে ভুয়া পরীক্ষার্থী, অন্য একজনের হয়ে প্রক্সি দিতে এসেছে। এসময় ভুয়া পরীক্ষার্থীকে মোবাইল কোর্টে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ওই ব্যক্তিকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে