বান্দরবানে নওমুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের গুলিতে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে লামায় উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি করা হয়।
এ সময় বক্তারা বলেন, রোয়াংছড়িতে জেএসএসের সন্ত্রাসীরা বাড়ি থেকে জোরপূর্বক বের করে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।
তারা দাবি করেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে। এ সময় তারা সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান, সেক্রেটারি নাছির উদ্দিন, সহসভাপতি রুহুল আমিনসহ নেতারা উপস্থিত ছিলেন।
রিজভী রাহাত/এমএসআর