মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ৫ আসনের ছাতক গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষুব্ধরা জানান, মিজান আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা, এই আসনে তারা মিজানুর রহমান মিজানকেই প্রার্থী হিসেবে চান। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক-দোয়ারার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।
এ সময় সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। একমাত্র সড়কটি বন্ধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান আবারও ছাতক-দোয়ারার মানুষের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
মনোনয়ন থেকে বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ছাতক-দোয়ারাবাজারের মানুষ তাকে ভালোবাসে ও বিশ্বাস করে। দীর্ঘদিন মাঠে থেকে দলীয় কর্মকাণ্ডে নির্যাতন-নিপীড়ন সহ্য করেও মানুষের পাশে ছিলেন তিনি। তারপরও আজ মনোনয়ন বঞ্চিত হয়েছেন। জনগণের দাবির জায়গা থেকেই এ বিক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল যাকে গ্রহণ করবে, তার হাতেই দলকে এগিয়ে নিতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, দল ও তারেক রহমান বিষয়টি বিবেচনা করবেন।
উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তামিম রায়হান/এআরবি