পালাতে গিয়ে গ্রামে ঢুকে পড়লো ডাকাত, পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ২

বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি করতে এসে পালিয়ে যাওয়া আমিরুল ইসলাম নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গ্রেপ্তার ওই ডাকাত সদস্য পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা ফোরকান শেখের ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই দলের আরও এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত ভোররাতে আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকার ব্যবসায়ী মঞ্জু কাজীর ব্যবসা-প্রতিষ্ঠানে হানা দেয় ডাকাত সদস্যরা। এ সময় মঞ্জু কাজী ডাকাতের উপস্থিতি টের পেয়ে ডাকচিৎকার দিলে এবং স্থানীয় বাসিন্দারা টের পেলে ডাকাত সদস্যরা বিভিন্ন দিকে দ্রুত পালিয়ে যায়। পরে আমতলী থানা পুলিশে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এছাড়াও পটুয়াখালীর মহিপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে মহিপুর থানা পুলিশ আরও এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত পটুয়াখালী ও মহিপুর থানা পুলিশকে জানিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে মহিপুর থানা এলাকায় পালিয়ে যাওয়া এক ডাকাত সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও আমতলীর আঠারোগাছিয়া নামক গ্রামে ঢুকে পড়া আমিরুল ইসলাম নামে এক ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার ডাকাত সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আব্দুল আলীম/আরএআর