কালোজিরা ভেবে পিঠায় ‘দানাদার কীটনাশক’ দিলেন বৃদ্ধা, হাসপাতালে ১১ জন

সাতক্ষীরার শ্যামনগরে বাড়িতে বানানো পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুলবশত কালোজিরা ভেবে ‘দানাদার কীটনাশক’ ব্যবহারের ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও চিকিৎসকরা।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, রান্নার সময় পরিবারের সত্তোরোর্ধ্ব জুলেখা বিবি রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে পিঠার মিশ্রণে যোগ করেন। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই উপস্থিত সবাই বমি, মাথা ঘোরা ও তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পরপরই তাদের দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন- আইয়ুব খান (৬০), মিতা (৩৫), আকলিমা (৩৫), শারমিন (২৩), সুমাইয়া (২২), উম্মে হাবিবা (২১), জান্নাতি (১৫), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আইজা (০২) ও আজিহা (০১)।
রোগীদের চিকিৎসা দেওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, উপসর্গ দেখে প্রথমেই আমরা বুঝি খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কিছু মিশেছে। পাকস্থলী পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে বেশিরভাগ রোগী স্থিতিশীল হলেও সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রান্নাঘরে বিপজ্জনক পদার্থ অসাবধানে রাখার বিষয়ে সতর্ক করে এই চিকিৎসক বলেন, খাবারের উপকরণের পাশে কীটনাশক, ওষুধ বা ক্ষতিকর দ্রব্য রাখা বড় ঝুঁকি। একটু অসতর্কতা প্রাণঘাতী হতে পারে।
এসআই বিপ্লব হোসেন আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি নিছক অসাবধানতা থেকে ঘটেছে।
ইব্রাহিম খলিল/আরকে