সচল হলো হাসপাতালের লিফট, জনমনে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের লিফট নষ্ট থাকার পর এখন সচল হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) ‘হাসপাতালের দুই লিফটের একটি নষ্ট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ করা হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে এবং লিফটটি মেরামত করা হয়।
জানা যায়, প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসে প্রায় দেড় থেকে দুই হাজার রোগী। রোগী ও স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃৃপক্ষ সঠিকভাবে তদারকি করলে লিফট দুইটি কম নষ্ট হবে এবং জনদুর্ভোগও কমবে।
সোমবার (১ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির দুইটি লিফট সচল আছে। লিফটের সামনে রোগী ও স্বজনদের প্রচণ্ড ভিড়। কেউ রোগীকে ট্রলিতে শুইয়ে, কেউ প্রয়োজনীয় উপকরণ নিয়ে ৮ম তলা ভবনটিতে উ ঠানামা করছেন। লিফট দুইটি চালু থাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দা ইসমত আরা বলেন, আগে একটি লিফট বন্ধ থাকায় উঠা নামা করতে অনেক সময় লাগছিল। এখন দুইটি লিফট চালু থাকায় ভোগান্তি কম হচ্ছে।
হাসপাতালটির লিফট অপারেটর আব্দুল আহাদ বলেন, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে লিফট মেরামত করেছে। এখন দুইটি লিফটই চালু আছে। কিন্ত লিফটে স্বজনেরা অতিরিক্ত লোকজন উঠানামা করছে। তাদেরকে বারণ করছি কিন্ত শুনছে না।
তবে এই বিষয়ে জানতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আশিক আলী/আরকে