গাজীপুরে দুই কারখানাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় পরিত্যাক্ত ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে দুই কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা এবং এক কারখানার ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ সাজা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে কাশিমপুরের হাতিমারা এলাকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা এবং সরাবো এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও কারখানার ব্যবস্থাপক কোরবান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দুটি কারখানারই উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর পরিবেশ অধিদফতরের আরেক সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানান, একইদিন টঙ্গীর বড় দেওরা এলাকায় গাজীপুর পরিবেশ অধিদফতরের সহযোগিতায় র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে পলিথিনের শপিংব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিংব্যাগ জব্দ এবং তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়
এ সময় গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও র্যাব-১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
শিহাব খান/আরএআর