চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় দুইটি আসনের মধ্যে একটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় চুয়াডাঙ্গা–১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান মনোনয়ন পেয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানায়।
মোল্লা ফারুক এহসানের পৈত্রিক নিবাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ায়। তার বাবা মোহা. ইউসুফ আলী মোল্লা। পেশায় তিনি কর্পোরেট ল’–এর সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ঢাকা পোস্টকে বলেন, নতুন দিনের নতুন রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠার জন্যই এনসিপি কাজ করছে। আমাদের দল মনে করে, বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনতে নির্বাচনে অংশগ্রহণ জরুরি। সেই ভাবনা থেকেই আমরা ভোটের মাঠে এসেছি।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণ, এবং আলমডাঙ্গায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।
এছাড়া তিনি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে আরও বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, স্থানীয় বাজার ব্যবস্থার আধুনিকায়ন, ড্রেনেজ সঙ্কট দূরীকরণ এগুলো আমার অগ্রাধিকার হবে। আমি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাবাসীর কাছে দায়বদ্ধ। তাদের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই আমি কাজ করে যাব।
তিনি আরও যোগ করেন, রাজনীতিতে শুদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহি ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। শাপলা কলি প্রতীকে জনগণের সমর্থনই পারে এ পরিবর্তনের যাত্রা সফল করতে।
আফজালুল হক/আরকে