সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা

সিলেটের বিয়ানীবাজারে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনের জন্য ইমন আহমদ (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আশরাফুল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ইমন আহমদ (২২)। ৮ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির পরপরই সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আশরাফুলকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন আইফোনের জন্য বাজার থেকে রশি কিনে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ডোবায় মরদেহ রাখা হয়। আজ সকালে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আশরাফুল বলেছেন- আরও কয়েকজন মিলে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাসুদ আহমদ রনি/আরএআর