বান্দরবানে মধ্যরাতে এনসিপির শীতবস্ত্র বিতরণ

মধ্যরাতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক বান্দরবান জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ শহীদুর রহমান সোহেল ও জেলা এনসিপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোর এলাকা হতে পৌরসভার বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে মানবিক শীতবস্ত্র বিতরণে কার্যক্রম শুরু হয়।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়ে জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল ঢাকাপোস্ট কে বলেন, “এই কার্যক্রম শুধু জেলায় নয়, ৭ টি উপজেলায়, উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা শীতার্ত মানুষের পাশে দাড়াতে মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। যারা পকৃতপক্ষেই শীতে কস্ট পাচ্ছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। মানবিক এই কার্যক্রম পুরো শীত জুড়েই চলমান থাকবে।”
এ সময় এনসিপি জেলা নেতৃবৃন্দরা জানান, আমরা এসেছি জনগণের জন্য রাজনীতি করতে, প্রকৃতপক্ষে জনগণের যা প্রয়োজন তাদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়াতে। তারা বলেন, এই শীতে রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল অনেক মাষের গায়ে শীতবস্ত্র নেই। আমরা তাদের এই অভাবটা বুঝতে পেরেছি। তাই নিজ উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাড়ানোটা কর্তব্য মনে করে কাজ করছি। নেতৃবৃন্দরা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যেকটা ন্যায্য অধিকার রক্ষায় তারা কাজ করে যাবেন। এসময় এই কার্যক্রমকে সফল করতে জেলার বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান এনসিপির নেতৃবৃন্দরা।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন এনসিপির নবগঠিত জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক, তপন মারমা, যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা মাসুদ, সদস্য খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জাতীয় ছাত্র শক্তির পক্ষে আশরাফুল ইসলাম সহ এনসিপির জেলা নেতৃবৃন্দ।
প্রসঙ্গত গত ২ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যের নতুন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক, এরফানুল হককে সদস্যসচিব ও তোকির আজাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মোঃ শহীদুল ইসলাম/এমটিআই