ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের কঠোর বার্তা

ফেনী সদর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঁচগাছিয়া ও ছনুয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাছিয়া ও ছনুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় জমির মালিক পাঁচগাছিয়ার সফিউল্লাহর ছেলে মফিজুর রহমানকে ৫০ হাজার টাকা এবং মাটি পরিবহনের দায়ে পরিবহন মালিক জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুটি মামলায় মোট জরিমানার পরিমাণ এক লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভূমি মালিক ও পরিবহন মালিককে জরিমানা করা হয়েছে। অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযান চলাকালে ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/বিআরইউ