স্ত্রীর সঙ্গে ঝগড়া, কারণ জানতে চাওয়ায় শাশুড়িকে হত্যা

কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জামাতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন তিতাস উপজেলার শিবপুর এলাকার দিলু মিয়ার ছেলে।
সোমবার (২২ ডিসেম্বর) র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর শিকদার বাড়িতে সুফিয়া বেগম (৭০) নামের এক নারীকে পানিতে চুবিয়ে হত্যা করেন তার মেয়ের স্বামী জামাল উদ্দিন। এ ঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সুফিয়ার নাতি। আলোচিত এই হত্যার ঘটনার ঘাতক জামালকে গ্রেপ্তারের লক্ষে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামাল জানান, ঘটনার দিন জামাল উদ্দিন তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তার স্ত্রী ও মেয়ে মারিয়াকে মারধর করেন। এসময় মেয়ে মারিয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। উক্ত ঘটনাটির পর শাশুড়ি সুফিয়া বেগম জামাল উদ্দিনের বাড়িতে আসেন এবং ঘটনার কারণ সম্পর্কে জানতে চান। এসময় জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনাটি প্রতিবেশিরা দেখতে পেয়ে ঘটনাস্থলে এলে জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এরপর আত্মগোপনে চলে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
আরিফ আজগর/আরকে