রংপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এটিএম আজহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আলমগীর হোসেন।
এ সময় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম জাহেরী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজি হুদা ও সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দ বলেন, রংপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ আসন গঠিত। এ আসনে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নয়জন হিজড়াসহ মোট ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন ভোটার রয়েছেন।
ফরহাদুজ্জামান ফারুক/এআরবি