সেন্টমার্টিন যাত্রায় নকল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের নির্ধারিত ভ্রমণ পাস ব্যবস্থা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাহাজটিতে অভিযান চালিয়ে জাল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার করে ৩২ জন পর্যটক পরিবহনের তথ্য পায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত বোর্ডিং সময়ের আগেই ভোররাতে যাত্রীদের জাহাজে তোলা হয় এবং পরে তাদের হাতে জাল টিকিট দেওয়া হয়।
চক্রের সদস্যরা হিলশা ট্যুরিজম অনলাইন গ্রুপের মাধ্যমে রিফাতুল হাসান নামের এক ট্যুর গাইডের নেতৃত্বে রাতভর কৌশলে কক্সবাজারে পৌঁছায়। জাহাজের কর্মকর্তা রফিক ও সহায়ক অনিক তাদের সহায়তা করেছিল বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যটকদের নিরাপদ ও নিয়মিত ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকের যাতায়াত সীমা নির্ধারণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই সীমা কার্যকর করতে জাহাজের টিকিটের সঙ্গে কিউআর কোডযুক্ত বিশেষ ভ্রমণ পাস চালু রয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/এআরবি