বিড়াল খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বসতবাড়ির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যুথী খাতুন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুথী খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে যুথী তার পোষা বিড়াল খোঁজার জন্য ঘরের টিনের চালার উপরে ওঠে। ওই চালার ঠিক ওপর দিয়েই নাটোর পল্লী বিদ্যুৎ-২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন টানা ছিল। বিড়াল খুঁজতে গিয়ে অসাবধানতাবশত যুথীর মাথা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম গাফিলতিকে দায়ী করেছে নিহতের পরিবার। যুথীর দাদা জমিরউদ্দীন অভিযোগ করে বলেন, বসতবাড়ির ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনটি অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলে ছিল। এই লাইনটি সরানোর জন্য আমরা বনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত আবেদনও করেছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাদের এই অবহেলার কারণেই আজ আমার নাতনিকে প্রাণ দিতে হলো।
এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আশিকুর রহমান/এএমকে