মাছের ঘেরে নারীর মরদেহ, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

মাগুরার মহম্মদপুরে একটি মাছের ঘের থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার হরেকৃষ্ণপুর সুইসগেট-সংলগ্ন স্থানীয় বাসিন্দা লিংকনের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ওই নারীকে গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। নিহত নারীর বয়স আনুমানিক ৪৮ বছর এবং মাথার চুল ছোট ছিল। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, হরেকৃষ্ণপুর সুইসগেট-সংলগ্ন একটি মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।
মাছের ঘেরে নারীর মরদেহ পাওয়ার ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করা ওই নারী কীভাবে মাছের ঘেরে গেলেন এবং এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে গ্রামবাসীর মাঝে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
তাছিন জামান/এএমকে