বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্য আহত

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। গতকাল রাত ৮টার দিকে শহরের দত্তবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্যের নাম শামিম আহমেদ। তিনি বগুড়া সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানার একটি পুলিশ টিম নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রতনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দত্তবাড়ি ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্য শামিম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রতন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য শামিম আহমেদ আহত হন। অভিযুক্ত রতন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় রতনের বাড়ি থেকে একটি চাইনিজ কুড়ালসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
আব্দুল মোমিন/এনএফ