মাদারীপুর-২ আসনে ইসলামী আন্দোলনসহ ৪ জনের প্রার্থিতা স্থগিত

মাদারীপুর-২ (রাজৈর ও সদর) আসনে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুরুতেই বড় রদবদল ঘটেছে। তথ্যে গরমিল থাকায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া হলফনামা ও প্রয়োজনীয় কাগজে ত্রুটি থাকায় জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ চারজনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা টেকেরহাটের পীরজাদা ড. মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে তারা হলেন– জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আহম্মদ চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মোহাম্মদ দিদার হোসেন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য) মিল্টন বৈদ্য। তবে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে এই চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও শর্ত সাপেক্ষে তা স্থগিত রাখা হয়েছে।
স্থগিতের বিবরণে জানা গেছে, বিএসডির (মার্কসবাদী) মোহাম্মদ দিদার হোসেনের ব্যাংক চালানের ভেরিফায়েড কপি জমা না দেওয়ায় তার ফলাফল স্থগিত রয়েছে। জাতীয় পার্টির মো. মহিদুল ইসলামের হলফনামায় ফৌজদারি মামলাসংক্রান্ত কলামে ‘হ্যাঁ/না’ তথ্যে গরমিল পাওয়া গেছে। একই কলামে ভুল ও আয়ের উৎসে গরমিল থাকায় ইসলামী আন্দোলনের আলী আহমাদ চৌধুরীর ফলাফল স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর হলফনামায় ফৌজদারি মামলাসংক্রান্ত কলামে ভুল থাকায় তার মনোনয়ন স্থগিত রয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আগামী ৩ জানুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্রের ভুল সংশোধন করে সঠিক তথ্যসহ শর্ত অনুযায়ী কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
যাচাই-বাছাইয়ে অন্য চারজন বৈধ ঘোষিত প্রার্থী হলেন– বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবহান, বাংলাদেশ কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম খান।
উল্লেখ্য, মাদারীপুর সদরের ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। আড়িয়াল খাঁ ও কুমার নদবেষ্টিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৬৮১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৮ জন। আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি।
আকাশ আহম্মেদ সোহেল/বিআরইউ