কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, ১৯ লাখ টাকা জরিমানা

নীলফামারীতে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে চারটি ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈয়দপুর থানা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা করেন।
জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কামারপুকুর এলাকার মেসার্স সোনার বাংলা ব্রিকস, মেসার্স বিপিএল-২ ব্রিকস, মেসার্স এ এস বি ব্রিকস এবং ব্রিকস লিংক লিমিটেড নামের ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এসব চারটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে চারটি ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এআরবি