রাজবাড়ীতে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. সাগর শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর শেখ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।
জানা গেছে, রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. সাগর শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি তাজা গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি ফায়ার কার্তুজ, ১টি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল, ১টি চাইনিজ কুড়াল ও ১টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া সাগরের নামে সদর থানায় আরও ৪টি মাদক মামলা রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি