নির্বাচনে রাজশাহীতে ৭ শতাধিক বিজিবি মোতায়েন থাকবে

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক রিয়াজ শাহরিয়ার।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজশাহী-১ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিয়াজ শাহরিয়ার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৯টি উপজেলাসহ একটি সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, কে-৯ সদস্যরা কাজ করবেন। এছাড়াও পদ্মা নদীতে সাতটি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। গেল ৭ জানুয়ারি থেকে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে এবং আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সকল নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।
রিয়াজ শাহরিয়ার বলেন, অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন পরবর্তী সময়ে ৯টি উপজেলাসহ ১টি সিটি কর্পোরেশন এলাকায় ৩০টি ফোকাল পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইনের আওতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারিসহ সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
এ সময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহিনুল আশিক/আরএআর