মিছিলে অসুস্থ হয়ে মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে দ্রুত থানাপাড়ায় অবস্থিত বেসরকারি হাসপাতাল ডা. মান্নান হার্ট ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, দাঁড়িপাল্লার এমপি প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরে যাচ্ছিলেন। এ সময় আমরা তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমির সাহেবকে মৃত ঘোষণা করেন।
ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হাসপাতালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুকের পোস্টে লিখেছেন, আমার অবিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরিক্ষা??
পোস্টে তিনি লেখেন, আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালে আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (স্ট্রোক) করে দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রী কলেজের অধ্যাপক ছিলেন।
রবিউল আলম ইভান/এএমকে