গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ : সৈয়দা রিজওয়ান হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট হবে দেশ পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ। জনগণকে ক্ষমতায়িত করে, ক্ষমতায় ভারসাম্য এনে ও সব রাষ্ট্রাত্ত প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আমরা পরিবর্তন আনব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ‘গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ান হাসান বলেন, যদি আমরা এই গণভোটে হ্যাঁ ভোট প্রদান করি, দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য যে বাঁধাগুলো আছে আমাদের অধিকার চর্চায় সে বাধাগুলো দূর হবে। জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল সেটার ভিত্তি আমরা স্থাপন করে যেতে পারবো। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে গণভোটে অংশ নিন, দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগের সৎ ব্যবহার করুন। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, জুলাই শহীদদের প্রতি সম্মান রেখে গণভোটের পক্ষে হ্যাঁ-তে সিল দেন।
তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডিতে ক্যামেরা লাগানো থাকবে। যাতে করে সেখানে অঘটন ঘটানোর আগেও অপরাধীরা চিন্তা করে, অথবা যদি ঘটিয়েও ফেলে তারপরে আমরা ব্যবস্থা নিতে পারবো।
তিনি আরও বলেন, গণভোটের সময় নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আজও নির্দেশনা এসেছে আবারও অভিযান চালিয়ে লুট হয়ে যাওয়া অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সব বিষয়ে আমরা সজাগ আছি। এবার আমাদের একটু বাড়তি সতর্কতা থাকতে হবে। কারণ গত ১৬টা বছর যারা শাসন করে গেছে তাদের প্রত্যেকটি পর্যায়ে লোকজন রয়ে গেছে। কারণ সেতো একা একা অপশাসন করতে পারে নাই, সে তার লোকজন সৃষ্টি করেই অপশাসন করে গেছে। পতিত স্বৈরাচারের দোসররা যে ভীতিটা ছড়াচ্ছেন এই ভীতির ফাঁদে আমরা পা দেবো না। আমরা সরকারের পক্ষ থেকে সজাগ আছি।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ রাজবাড়ীর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে