গণভোট ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে : আদিলুর রহমান

স্থানীয় সরকার, শিল্প ও গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন , গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামতই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিক-নির্দেশনা দেবে। চব্বিশের জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের সক্রিয় সমর্থন অপরিহার্য।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সে জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বক্তব্য দেন। তারা গণভোটকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কথা জানান।
সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব.ম শামীম/আরএআর