মাদারীপুরে মনোমুগ্ধকর আলোকসজ্জা, নিরাপত্তার স্বার্থে বন্ধ শোভাযাত্রা

সরস্বতী পূজা উপলক্ষে পুরো মাদারীপুর শহরে চোখ ধাঁধানো আলোকসজ্জা। পূজাকে ঘিরে তিনদিনের আয়োজনে শহরের অলিগলি থেকে পাড়ামহল্লা সবখানেই লাইটিংয়ে ছেয়ে গেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু লাইটিং দেখতেই ছুটে আসছেন দর্শনার্থীরা। এরই মধ্যে পূজার সবধরনের প্রস্তুতি সম্পন করেছে আয়োজক কমিটি। তবে নিরাপত্তার স্বার্থে এবার হচ্ছে না শোভাযাত্রা। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যে ৬৫টি পূজা মন্ডপে এই উৎসব পালিত হবে। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আগামী রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। যা দেখতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন হাজার হাজার দর্শনার্থী।
সরজেমিনে দেখা যায়, সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। মনোমুগ্ধকর এই লাইটিং দেখতে এরই মধ্যে ছুটে আসছে শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য শুধু মন্ডপেই নয়, বিভিন্ন স্কুল-কলেজের সনাতনধর্মী শিক্ষার্থীরাও সরস্বতীর পূজা করে থাকেন। প্রতিবছর অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হলেও নিরাপত্তার স্বার্থে তা এবার হচ্ছে না। এদিকে দর্শনার্থীদের জন্য লালনগীতি, জারি গান, কৌতুক-অভিনয়, নৃত্য, জাদু প্রদর্শনীসহ নানান আয়োজনের কথা জানায় পূজা উদযাপন পরিষদ। উৎসব শান্তিপূর্ণ করতে সবধরনের নিরাপত্তার কথা বলছে পুলিশ।

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, প্রায় দুইশ বছর ধরে অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হয়। যেখানে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে সেই শোভাযাত্রা হচ্ছে না। তবে অনুষ্ঠান প্রতি বছরের মতো তিন দিনই হবে। এবার পুরো অনুষ্ঠান মন্ডপের ভেতরেই হবে। যা দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশও কাজ করবে এই পূজায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা থাকবে।
আকাশ আহম্মেদ/আরকে