কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ জামায়াতপন্থী আইনজীবী আটক

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলিসহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এজিপি) অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমকে আটক করেছে পুলিশ।
গতকাল কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে ৫টি গুলি ও ১টি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মহানগর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আটক আইনজীবী এবং যুবক আরিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, পুলিশের মাধ্যমে বিষয়টি শুনেছি। থানা থেকে মামলার নথিপত্র পেলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখব। মন্ত্রণালয় তার এজিপি দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরিফ আজগর/এনএফ