‘বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে’

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় সবাইকে উদ্দেশ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে ভালো ভাবে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন।
এই পথসভায় বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার অনিয়ম, দুর্নীতি, লুটপাট, খুন ও গুমের এক রাজত্ব তৈরি করে রেখেছিল। তারা গণতন্ত্র হনন করে পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রেখছিল। এবারের নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন। যেখানে মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে তার মূল্যবান ভোট প্রদান করে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে।
বিএনপির প্রার্থী খৈয়ম বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এসময় মানুষ ভালো থাকতে পারেনি। এখন সময় এসেছে পরিবর্তনের। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও দেশে ভোট চুরি করার প্রবণতা এখনো যায়নি। নানাভাবে মানুষ আপনার অধিকার হরণ করার জন্য ব্যস্ত রয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল ৭টার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন।
রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মজনুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
মীর সামসুজ্জামান সৌরভ/রাজবাড়ী