নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী ৪ (কিশোরগঞ্জ -সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো সিদ্দিকুল আলম এবং গত ২২ জানুয়ারি বিএনপির প্রার্থী মো আব্দুল গফুর সরকার ও জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ মোতাবেক কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। তবে জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এ বিধি লঙ্ঘন করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের অনুষ্ঠানে ভোট চেয়েছেন। একই বিধিমালার বিধি-৭ (চ) মোতাবেক দফা (ঙ) মোতাবেক কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবেন না মর্মে উল্লেখ থাকলেও বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এ বিধি লঙ্ঘন করেছেন। অপরদিকে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম একই বিধিমালার বিধি-৭ (ঙ) লঙ্ঘন করেছেন। তিনি নির্বাচনি প্রচারণায় রঙিন লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করেছেন।
এতে আরও বলা হয়, আগামী তিন কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের জন্য বলা হইল।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/আরকে