বহিরাগত প্রার্থী দেওয়ায় এনসিপির পদত্যাগী সদস্য সচিবের সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান-৩০০ নম্বর আসনে বহিরাগত ও অবাসিন্দা প্রার্থী মনোনীত করে বান্দরবানবাসীর নাগরিক সম্মান ও মর্যাদা ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদ্য পদত্যাগ করা সদস্য সচিব এরফানুল হক।
সোমবার বেলা তিনটায় বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বান্দরবান আসনে ভিন্ন জেলা থেকে আসা একজনকে প্রার্থী করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন। সেখানে তার কয়েকজন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এরফানুল হক এনসিপির জেলা সদস্যসচিব ছিলেন। গত রোববার দল থেকে পদত্যাগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলটির সাবেক এই নেতা বলেন, বান্দরবান আসনে বহিরাগত প্রার্থী দিয়ে এনসিপি জেলাবাসীর সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য নির্বাচনে তাদের মূল্য দিতে হবে।
এরফানুল হক বলেন, বান্দরবানে নির্বাচনের প্রার্থী নিয়ে এনসিপি প্রহসন করছে। আগে কোনো নির্বাচনে বান্দরবানে বহিরাগত প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু এবারে এনসিপি সেই উদাহরণ সৃষ্টি করেছে।
তিনি বলেন, জনপ্রতিনিধি সংশ্লিষ্ট এলাকা থেকে আসবেন। অন্য এলাকার একজন জনগণের সুখ-দুঃখ ও ব্যথা-বেদনা উপলব্ধি করতে সক্ষম হবেন না। এনসিপি বান্দরবানের মানুষের আত্মসম্মানে আঘাত করেছে। এই অসম্মানের জবাব মানুষ নির্বাচনের মাধ্যমে দেবে। তিনি বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্যও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে দলের জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। এ ক্ষেত্রে কোনো বাধা নেই। দলীয় সিদ্ধান্ত মেনে তারা প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এমএএস