গণভোটের জন্য অতো ক্যাম্পেইন হচ্ছে না : আন্দালিব রহমান পার্থ

গণভোটের জন্য অতো ক্যাম্পেইন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদকে সাংঘাতিকভাবে রেস্পেক্ট করি। সুতরাং গণভোটের পক্ষে আমি। কিন্তু সরকারের তরফ থেকে বা রাজনৈতিক দলের এবং সবার তরফ থেকে আমার মনে হচ্ছে না গণভোটের জন্য অতো ক্যাম্পেইন হচ্ছে, আমি ফিল্ডে নেমে যেমন দেখছি।
সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ভোলা জেলা শহরে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,আলহামদুলিল্লাহ জনগণের অনেক সাড়া পাচ্ছি। আমি যেদিন থেকে ভোলায় এসে ক্যাম্পেইন আরম্ভ করছি- এখানে বিএনপি আমাকে সমর্থন করেছে। খুব সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের এখানে আসলে অন্যান্য আসনের মতো না। গত ১৭ বছরের ভোলায় যে অবস্থানটা ছিল আর আমাদের পারিবারিক যে একটা ব্যাপার ছিল এখানে সবমিলিয়ে ভোলায় এখন আমি না দলের, না মার্কার, আমি সবার। সুতরাং এ স্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছি ভোলাকে এক রাখার জন্য এবং সবাইকে এক রাখার জন্য।
এছাড়াও নির্বাচিত হতে পারলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনসহ ভোলার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন পার্থ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোট প্রদানের মধ্য দিয়ে তাকে নির্বাচিত করবেন বলেও আশাবাদী তিনি।
এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা, উপজেলাসহ বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাইরুল ইসলাম/আরএআর