‘অভিজ্ঞতা ছাড়া তো চাকরিও দেই না, দেশ চালানোর দায়িত্ব কীভাবে দেই’

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি অভিজ্ঞ দল। বিএনপি চার চারবার এই রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু একটি দল আমাদের প্রতিপক্ষ যাদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছাড়া আমরা তো চাকরিও দেই না, দেশ চালানোর দায়িত্ব কীভাবে দেই।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের জেলে পাড়া মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, এই দলটি ১৯৭১ সালে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের সহায়তায় পাকবাহিনী এদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন করেছিল। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আজ তারা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের ভোট দেওয়া যাবে না। এই দলটি এখন বেহেশতের টিকিট দেওয়ার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের ভাঁওতাবাজির ফাঁদে পা দেওয়া যাবে না।
বিএনপির এই প্রার্থী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকারের লড়াইয়ের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর এমন কোনো নির্যাতন ছিল না যা করা হয়নি। স্বৈরাচার হাসিনা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাসা থেকে বের করে দিয়েছিল। বুলডোজার দিয়ে তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে ভরে রেখেছিল। তাকে চিকিৎসা নিতে দেয়নি। বেগম জিয়া জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তিনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন।
লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রায়হানের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/আরকে