আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, অতীতে একমাত্র বিএনপিই তা করে দেখিয়েছে। বিএনপির সেই অভিজ্ঞতা ও সক্ষমতা আছে বলেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কেবল বিএনপির পক্ষেই সম্ভব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে। বিগত ১৬ বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্টের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির অবসান ঘটাতে হবে এবং বিএনপিই তা করতে সক্ষম। এ প্রসঙ্গে তিনি ২০০১ পরবর্তী সময়ের উদাহরণ টেনে বলেন, আন্তর্জাতিক সংস্থার রেটিং অনুযায়ী বিএনপি আমলেই বাংলাদেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হতে শুরু করেছিল।
আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তাদেরও বিচার হতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে।
তারেক রহমান বলেন, মানুষ শুধু বড় বড় দালান বা ফ্লাইওভার নয়, নিজের ভাগ্যের পরিবর্তন চায়। মানুষ কর্মসংস্থান এবং নিরাপত্তা চায়। মানুষ চায় রাতে নিরাপদে ঘুমাতে এবং নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য ও কাজ করতে। আপনাদের সমর্থন থাকলে ইনশাআল্লাহ বিএনপি দেশে সেই নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত করবে।

ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্বপ্ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আল্লাহ আমাদের একটি সুযোগ দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর থেকেই কালেক্টরেট ঈদগাহ মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিকেল সাড়ে ৪টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার মূল কার্যক্রম শুরু হয়। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বিভাগের ৮ জেলার ৩৩টি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে আসায় পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন।
ফরহাদুজ্জামান ফারুক/রংপুর