গোপালগঞ্জে আনসার ক্যাম্পে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জে আনসার ও ব্যাটালিয়নের ক্যাম্পে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে অবস্থিত আনসার ও ব্যাটালিয়নের জেলা সদর দপ্তরে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ পুলিশ সুপার মো হাবিবুল্লাহ বলেন, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা আনসার ক্যাম্পের ভিতরে দুটি ভবনের মাঝখানে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। দুর্বৃত্তদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, চলতি সপ্তাহে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও জেলা জজ আদালতের বিচারকের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
আশিক জামান অভি/এমএন