ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে : হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বড় মহেশখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভোট কারচুপি ও নির্বাচনে অনিয়মের যে কোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে এখন অনেক বেশি সচেতন। কোনো মহল যদি অবৈধভাবে ভোট কারচুপির চেষ্টা করে, তাহলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে। এসময় তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ড. হামিদ আযাদ একইসময় মহেশখালীতে চলতে থাকা দীর্ঘদিনের হানাহানি বন্ধেরও আহ্বান জানান। তিনি মহেশখালী-কুতুবদিয়ার সমস্যা গুলো চিহ্নিত করে তা সমাধান করার পরিকল্পনাও ব্যক্ত করেন।
এ সময় জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসেন, উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবাল, চট্টগ্রামস্থ মহেশখালী ফোরামের আহ্বায়ক এডভোকেট ফরিদ, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. জালাল উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল করিম সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/এমএন